
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জণ করেছেন ঝিনাইদহের হরিনাকুণ্ডুর কৃতি সন্তান মনির খান। সহকারী শিক্ষক (বাংলা) পদে অংশ নিয়ে তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করেন।
মনির খান ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জনাব সাইফুল ইসলামের (চন্টু) সন্তান । ছোটবেলা থেকেই তিনি একজন মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
শিক্ষাজীবনে একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় মনির খান ২০১৫ সালে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৭ সালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কেশবচন্দ্র কলেজ (কেসি কলেজ), ঝিনাইদহ’র বাংলা বিভাগে ভর্তি হয়ে সাফল্যের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
চরম প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় দেশজুড়ে লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মনির খানের এই অর্জন প্রমাণ করে সঠিক প্রস্তুতি, দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসয় থাকলে যেকোনো সফলতা অর্জন সম্ভব।
তার এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক, বন্ধুমহলসহ সমগ্র জেলাবাসী গর্বিত। অনেকে সচেতন নাগরিকের অভিমত, মনির খানের মতো তরুণরা প্রমাণ করে দিচ্ছে—বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকেই উঠে আসতে পারে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী উদ্দমী ব্যক্তি।
মনির খানের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার আলোর দিশারি হয়ে থাকবে।