
ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার অন্তত ১২টি পরিবারের কাছ থেকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে।
স্থানীয় ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একজন প্রভাবশালী রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা কৌশলে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি ইতালি, মালয়েশিয়া ও দুবাইয়ে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। প্রথমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও কাগজপত্রের কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে ৩-৫ লাখ টাকা পর্যন্ত করে হাতিয়ে নেন।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর শুরু হয় নানা টালবাহানা। কখনো ভিসার সমস্যা, কখনো কাগজপত্র যাচাইয়ের অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘুরানো হয়। প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইতে গেলে উল্টো ভয়ভীতি দেখানো হয়।
কোটচাঁদপুর উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী জানান, “আমার পরিবারের সঞ্চয় আর ধারদেনা করে ৪ লাখ টাকা দিয়েছি। এখন টাকাও নেই, চাকরিও নেই। তিনি ফোনও ধরেন না।”
মহেশপুরের আরেক ভুক্তভোগী জাহানারা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বছরের পর বছর বিদেশে ছেলেকে পাঠানোর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। আমরা নিঃস্ব হয়ে গেছি।”
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা রোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।