
নিজস্ব প্রতিবেদকঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল(বাকেরগঞ্জ-৬) আসনে গণঅধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশা করেছেন গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাসান।দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের সংগঠনকে সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এইচ এম হাসান। তার নেতৃত্বে বরিশাল জেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রমে নতুন গতি এসেছে বলে জানান দলের একাধিক নেতা।
মনোনয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে এইচ এম হাসান বলেন। আমি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে নিবেদিত করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে বাকেরগঞ্জবাসীর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব।
দলের মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। মনোনয়ন পেলে এইচ এম হাসানকে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।