
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চেকপোস্টে দায়িত্ব পালনকালে কুষ্টিয়া হাইওয়ে থানার এক পুলিশ সদস্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম হাফিজুর রহমান।
আজ (২৮-০৬-২৫) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের ওই স্থানে পুলিশের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কনস্টেবল হাফিজুর রহমানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
খবর পেয়ে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।